Header Ads

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ফ্রেড দ্য গডসন

নজরবন্দি ব্যরোঃ করোনা প্রাণ হারালেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ফ্রেড দ্য গডসন।মাত্র ৩৫ বছর বয়েসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁকে প্রাণ হারাতে হল।ফ্রেড দ্য গডসন-এর মৃত্যুর খবর তার বন্ধু ডিজে সেলফ সোশ্যাল মিডিয়ায় জানান। ডিজে সেলফ লেখেন,ফ্রেডকে সবাই ভালোবাসত ও খুব ভালো ছিল ওর সম্পর্কে কোন দিন বাজে কথা শুনিনি।ওর আত্মার শান্তি কামনা করি।
ফ্রেড দ্য গডসন এর করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানান তার স্ত্রী।তিনি বলেছিলেন, তার স্বামীর শরীরের অবস্থা ভালো নেই।তবে মাঝে গডসন-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল এমন খবরও জানা যায়।তবে অবশেষে ২৩ এপ্রিল করোনার সাথে যুদ্ধে হেরে যান গডসন।এপ্রিলের শুরুর দিকে ইনস্টাগ্রামে গায়ক মুখে অক্সিজেন লাগানো একটি ছবি দিয়ে লিখেছিলেন,আমি এই করোনায় আক্রান্ত হয়ে আছি, দয়া করে আপনারা আমার জন্য সকলে প্রার্থনায় করুন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.