খরচ কমাতে কর্মী ছাঁটাই শুরু করল দক্ষিণ-পূর্ব রেল!
নজরবন্দি ব্যুরো: চলতে থাকা লকডাউনের মধ্যেই ইতিমধ্যে দেশে কাজ হারিয়েছেন প্রায় ১৪ কোটি মানুষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি বা CMIE-এর সম্প্রতি সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
আর এবার লকডাউনের জেরে কর্মী ছাঁটাই শুরু হল ভারতীয় রেলে। করোনা আতঙ্কের মধ্যে প্রথম কর্মী ছাঁটাই শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব রেলে। কলকাতায় ওই রেলের সদর দপ্তরে কর্মরত ৯১ জন নন-গেজেটেড ও দু-জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ছাঁটাই তালিকায় নাম থাকা দুই গেজেটেড কর্মী অপারেশন বিভাগে কর্মরত। এঁদের মধ্যে নিতাই কুমার নামে এক কর্মী গার্ডেনরিচে কর্মরত। অন্যজন উদয় কুমার খড়গপুরে পোস্টেড। এই ছাঁটাই হওয়া কর্মীদের প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। তাঁদের দ্বিতীয় বার নিয়োগ করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল এই কর্মী ছাঁটাই সম্পর্কে জানিয়েছে, এই মুহূর্তে কাজের তেমন চাপ নেই। পাশাপাশি ষাট বছরের উপর বয়স হওয়ায় তাঁদের আর কাজে রাখা সম্ভব হচ্ছে না। ২২ এপ্রিল ওই রেলের পার্সোনাল বিভাগ নির্দেশে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ইমেলের মাধ্যমে কর্মীদের এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে।
অপরদিকে, করোনা কে সামাল দিতে দেশের অর্থ ভাঁড়ারে টান পড়ছে ক্রমাগত। আর তা সামাল দিতে এবার মহার্ঘ্য ভাতা আটকে রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রের অর্থ দফতর। ইতিমধ্যেই প্রথম দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার, দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ নিয়ে চলছে আলোচনা। দরকার অনেক টাকার, আর পরিস্থিতি সামলাতে কেন্দ্র সরকারি কর্মীদের বর্ধিত ডিএ আপাততভাবে দেড় বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিল এবার।জানুয়ারি, ২০২০ থেকে জুলাই ২০২০ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা বন্ধ পাশাপাশি জুলাই, ২০২০ থেকে ২০২১ এর জানুয়ারি পর্যন্ত ডিএ-ও আপাতত দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হওয়ার কথা ছিল। কিন্তু আপতত সংকটকালীন পরিস্থিতিতে সেই বর্ধিত ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
আর এবার লকডাউনের জেরে কর্মী ছাঁটাই শুরু হল ভারতীয় রেলে। করোনা আতঙ্কের মধ্যে প্রথম কর্মী ছাঁটাই শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব রেলে। কলকাতায় ওই রেলের সদর দপ্তরে কর্মরত ৯১ জন নন-গেজেটেড ও দু-জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ছাঁটাই তালিকায় নাম থাকা দুই গেজেটেড কর্মী অপারেশন বিভাগে কর্মরত। এঁদের মধ্যে নিতাই কুমার নামে এক কর্মী গার্ডেনরিচে কর্মরত। অন্যজন উদয় কুমার খড়গপুরে পোস্টেড। এই ছাঁটাই হওয়া কর্মীদের প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। তাঁদের দ্বিতীয় বার নিয়োগ করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল এই কর্মী ছাঁটাই সম্পর্কে জানিয়েছে, এই মুহূর্তে কাজের তেমন চাপ নেই। পাশাপাশি ষাট বছরের উপর বয়স হওয়ায় তাঁদের আর কাজে রাখা সম্ভব হচ্ছে না। ২২ এপ্রিল ওই রেলের পার্সোনাল বিভাগ নির্দেশে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ইমেলের মাধ্যমে কর্মীদের এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই