লকডাউন এর জেড়ে হোটেলে আটকে অভিনেতা মনোজ বাজপাই, করোনা পরীক্ষা করানো হয়েছে তার
নজরবন্দি ব্যুরোঃ মার্চের প্রথাম সপ্তাহে নৈনিতালে শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন মনোজ বাজপেয়ী এবং দীপক ডোবরিয়াল।আর তার মধ্যেই প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করায় সেখানেই আটকে পরেন তারা।মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একটি গোটা ইউনিট গিয়েছিল শুটিং করতে।লকডাউন ঘোষণা করায় পরই মনোজ বাজপেয়ীদের নিয়ে আসা হয় রামগড়ে।রামগড়ের একটি হোটেলে রয়েছেন তারা।শ্যুটিংয়ে যাওয়া সময় স্ত্রী সাবানা এবং মেয়েকে সঙ্গে নিয়ে যান মনোজ।
তাই জন্য পরিবারের সাথেই রামগড়ের একটি হোটেলে রয়েছেন মনোজ।আর সেই হোটেলে একা রয়েছেন দীপক ডোবরিয়াল।রামগড়ের স্বাস্থ্যমন্ত্রী মনোজ বাজপেয়ীদের তদারকি করছেন যাতে তাদের কোন অসুবিধা না হয় সেই কারণে তাদের দেখাশোনা করছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রী।বুধবার মনোজ বাজপেয়ী এবং দীপক ডোবরিয়ালদের কাছে পাঠানো হয় চিকিতসক করোনা পরীক্ষা করার জন্য।যদিও তাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা সম্পূর্ণভাবে সুস্থ।মনোজ বাজপাই বলেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যা করছেন তা প্রশংসা করার মত।

No comments