Header Ads

প্রত্যহ দুপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের কাছে পৌঁছে যাবে খাবার; দায়িত্ব নিলেন বারুণ ধাওয়ান

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। এই ভাইরাসের সঙ্গে লড়ে যাচ্ছেন আমাদের দেশের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। নিজেদের কথা না ভেবে তারা রোগীদের সেবা করে চলেছে। এমনও হয় যে তারা তাদের খাওয়া-দাওয়াও ঠিকঠাক মত করতে পারেন না। ঘটনা যাতে আর না ঘটে সেই কারণেই এবার তাদের জন্য এগিয়ে এলেন বারুণ ধাওয়ান। জানা গেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের প্রতিদিন দুপুরের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি।এর আগে অনেক সেলিব্রিটিরা স্বাস্থ্য কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে। বরুণ বলেছেন, আমরা ঘরবন্দি অবস্থায় প্রতি দিন কাটাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিতে যাদের বাড়ি নেই তাদের জন্য খুব কষ্ট হয়।এই সপ্তাহে আমি সেইসব মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের বাড়ি নেই চাকরি নেই। যারা এই যুদ্ধে সামনাসামনি লড়ছে নিজেদের স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে আক্রান্ত রোগীদের সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তাদের কাজ প্রশংসার যোগ্য। সেই সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ঈদের খাবারে দায়িত্ব নিচ্ছি।সমস্ত খাবার তাজ পাবলিক সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমেই সরবরাহ করা হবে। আমি যা করছি যতদিন পারি ততদিন করব।এর আগেও বরুণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.