Header Ads

রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৭১; তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৭১; তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরও দু  জন আক্রান্ত বেড়ে ৬৯ সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৭১। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ৭১ জন আক্রান্তের মধ্যে ৬১ জন ১১টি পরিবারের অন্তর্ভূক্ত। এই মুহুর্তে বেলেঘাটা আই ডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। তাঁদের মধ্যে ৩ জন সুস্থ আজই তাঁদের ডিসচার্য করা হবে। অন্য দুজনের পরীক্ষার রিপোর্ট ও নেগেটিভ এসেছে, তাদেরও ছেড়ে দেওয়া হবে তাড়াতাড়ি। অর্থাৎ সুস্থ হয়ে গেছেন ৫ জন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রাজ্যে হাইড্রোক্সি ক্লোরোকুইনের যথেষ্ট স্টক রয়েছে। পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে।
লকডাউন প্রসঙ্গে তিনি জানিয়ে দেন, "শোনা যাচ্ছে মেয়াদ বৃদ্ধি হতে পারে। সর্বদল বৈঠকে প্রস্তাব প্রধানমন্ত্রীর। তবে কেন্দ্রের তরফে কোনও নির্দেশ না এলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.