Header Ads

১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিলেন হৃতিক রোশন!

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে গোটা ভারতে। সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ৫,২০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের দরুন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এবার করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা। কাউকে যেন অভুক্ত থেকে পেটে থাকতে না হয়, সেই কারণে ১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিলেন হৃতিক রোশন।

মারণ ভাইরাসের সংক্রমণ যাতে না দ্রুত গতিতে ভারতে ছড়িয়ে পড়ে সেই কারণে লকডাউনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। লকডাউন পরিস্থিতিতে অনেকেই এখন অর্থ সংকটে ভুগছেন। অনেকের বাড়িতে চাল-ডাল তথা অত্যাবশ্যকীয় সামগ্রী নেই। কারও কাছে বা অর্থ থাকলেও কিন্তু বাড়ি থেকে বেরতে পারছে না। সেসমস্ত মানুষগুলির কথা ভেবেই 'অক্ষয় পাত্র ফাউন্ডেশন' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে অনুদানের ভার নিয়েছেন হৃতিক রোশন।
এই সংস্থার তরফে রান্না করা পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দেওয়া হবে একাধিক বৃদ্ধাশ্রমের মানুষদের কাছে। এর সঙ্গে দারিদ্রসীমার নিচে থাকা মানুষগুলির হাতে খাবার তুলে দেওয়ার ভার নিয়েছে এই সংস্থা। এবার তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই মানুষগুলি যাতে অন্তত দু-বেলা পেট ভরে খেতে পারেন, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হৃতিক রোশন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.