Header Ads

১৪ই এপ্রিল উঠছে না লকডাউন! কতদিন বাড়ছে সময়সীমা? #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। কিন্তু সামনে আরও লম্বা লড়াই। তার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে এমনই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে ছিলেন, জয় না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে কি ১৪ এপ্রিলের পরেও দেশে লকডাউন চলবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল যখন তেলেঙ্গানা রাজ্য লকডাউনের সীমা বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী কে অনুরোধ করে লকডাউন বাড়ানোর জন্যে। সূত্রের খবর শুধু তেলেঙ্গানা নয়, একাধিক রাজ্য সহ রাজনৈতিক ব্যাক্তিত্ব প্রধানমন্ত্রী কে অনুরোধ করেন লকডাউন বাড়ানোর জন্যে।  এরই মাঝে রবিবারই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, দুই প্রাক্তন রাষ্ট্রপতি, কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতাদের ফোন করেন প্রধানমন্ত্রী।
আর আজ কার্যত লকডাউনের সিদ্ধান্তে শিলমোহর দিলেন প্রধানমন্ত্রী। এদিনের সর্বদলীয় বৈঠকে তিনি লকডাউন প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ১৪ এপ্রিল হয়ত লকডাউন তোলা সম্ভব নয়। তবে কতদিন বাড়তে পারে লকডাউন সে বিষয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন অন্ততপক্ষে আরও ২ সপ্তাহ বাড়াতে হবে লকডাউন। প্রয়জনে তা আরও বৃদ্ধি করতে হবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান করোনা ভাইরাস শেষ হয়ে গেলেও সবকিছু আর আগের মত হবে না। প্রি-করোনা এবং পোস্ট করোনা স্টেজ থাকবে।
সূত্র জানাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে লকডাউনের মেয়াদ। 
উল্লেখ্য এদিনের ভিডিও কনফারেন্সে ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানলেন, অবধারিতভাবে দেশে লকডাউনের মেয়াদ বাড়ছে। প্রধানমন্ত্রী বলেছেন এই মুহূর্তে সম্পূর্ণভাবে লকডাউন তোলা একেবারেই সম্ভব নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.