করোনা মোকাবিলায় মাত্র ৫০০০ টাকায় ডাক্তার রোবোট বানাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র! #Exclusive
নজরবন্দি ব্যুরো: সময় যত যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক লাফে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেল প্রায় ৮০০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫১৯৪। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন। অপরদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতের পুরুষদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা বেশি এখন পর্যন্ত যতজন মারা গেছেন তাঁর ৭৩%ই পুরুষ। আর ২৭% মহিলা। বয়সের দিক থেকে দেখতে গেলে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের মৃত্যুহার সবথেকে বেশি।৬০ বছরের বেশি বয়সের মানুষের মৃত্যু হার ৬৩% ৪০-৬০ বছর বয়সীদের মৃত্যুহার ৩০% এবং ৪০ বছর বয়সীদের নিচের মানুষদের মৃত্যুহার ৭%।
এদিকে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে ভয় বাড়ছে নার্স, ডাক্তার আর সাস্থ কর্মীদের আক্রান্ত হওয়ার। এই অবস্থায় বিশ্বকে চমকে দিয়ে মাত্র ৫০০০ টাকা খরচ করে রোবট ডাক্তার বানিয়ে ফেলল ছত্তিসগড়ের যোগেশ সাহু, তিনি ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র।
যোগেসের দাবি এই রোবট কে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রন করা যাবে কম্পিউটার দিয়ে। এর পোগ্রামিং এতটাই নিখুঁত যে ডাক্তারদের সম্পূর্ণ কাজ করতে সক্ষম এই রোবো! যা ইন্টারনেট দিয়ে পরিচালিত হব। যোগেস তাঁর দুই বন্ধুর সহযোগিতায় ডাক্তারদের সুরক্ষার কথা চিন্তা করে বানিয়েছেন এই অত্যাধুনিক রোবট।
সত্যিই এই দেশ আমাদের গর্ব!
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতের পুরুষদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা বেশি এখন পর্যন্ত যতজন মারা গেছেন তাঁর ৭৩%ই পুরুষ। আর ২৭% মহিলা। বয়সের দিক থেকে দেখতে গেলে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের মৃত্যুহার সবথেকে বেশি।৬০ বছরের বেশি বয়সের মানুষের মৃত্যু হার ৬৩% ৪০-৬০ বছর বয়সীদের মৃত্যুহার ৩০% এবং ৪০ বছর বয়সীদের নিচের মানুষদের মৃত্যুহার ৭%।
এদিকে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে ভয় বাড়ছে নার্স, ডাক্তার আর সাস্থ কর্মীদের আক্রান্ত হওয়ার। এই অবস্থায় বিশ্বকে চমকে দিয়ে মাত্র ৫০০০ টাকা খরচ করে রোবট ডাক্তার বানিয়ে ফেলল ছত্তিসগড়ের যোগেশ সাহু, তিনি ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র।
যোগেসের দাবি এই রোবট কে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রন করা যাবে কম্পিউটার দিয়ে। এর পোগ্রামিং এতটাই নিখুঁত যে ডাক্তারদের সম্পূর্ণ কাজ করতে সক্ষম এই রোবো! যা ইন্টারনেট দিয়ে পরিচালিত হব। যোগেস তাঁর দুই বন্ধুর সহযোগিতায় ডাক্তারদের সুরক্ষার কথা চিন্তা করে বানিয়েছেন এই অত্যাধুনিক রোবট।
সত্যিই এই দেশ আমাদের গর্ব!
I built this with two of my friends. It took us around Rs 5000 to build this. We can connect the robot directly to the internet, it can then be operated from anywhere. Doctors can interact with the patients through the camera in it and give them medicines: Yogesh Kumar Sahu https://t.co/tfF8kDfJ4K— ANI (@ANI) April 8, 2020

No comments