Header Ads

এবার ভারতকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম!

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই ভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই করোনা ভাইরাস মোকাবিলায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না সরবরাহ করলে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দিন  আমেরিকাতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে।
সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পেরিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন 'গেম চেঞ্জার' হয়ে উঠতে পারে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। নয়াদিল্লির এই সিদ্ধান্ত নিয়ে সোমবার কার্যত হুমকি দিয়ে দিলেন মার্কিন সরকার।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে মালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রক্সি-ক্লোরোকুইন চেয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন ভারতে এই ওষুধ যে হেতু বিপুল পরিমাণে তৈরি হয়, তাই তাঁর আবেদন ফেলতে পারবেন না ভারত। তবে ট্রাম্প আর মোদীর মধ্যে ফোনে কথা হলেও ভারত সরকার যে আমেরিকাকে ওষুধ পাঠাচ্ছেই, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আর নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এর পরে ট্রাম্প বলেন, আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। ভালই আলোচনা হয়েছে। আমি জানি ভারত অন্য দেশের জন্য এই ওষুধ রফতানি বন্ধ করে দিয়েছে। তবে আমার মনে হয় ওরা আমাদের এই ওষুধ পাঠাবে, কারণ এখন আমাদের দুই দেশের সম্পর্ক অনেক ভাল। এর পরই ট্রাম্প হুমকির সুরে বলেন, "যদি তাঁরা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভুগতে হবে ওদের।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.