Header Ads

ভয়,বন্ধুত্ব না মানবিকতা? অবশেষে আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করল ভারত

নজরবন্দি ব্যুরোঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার চিকিত্সায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানি বন্ধ রেখেছিল ভারত। এরপরেই সুর চড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যদি ভারত এই ওষুধ রফতানি না করে তাহলে ছেড়ে কথা বলবেনা আমেরিকা। কিন্তু ভারত কোন কথা বলেনি এর পর ত্রাম্প ফের বলেন ভারতের প্রতিক্রিয়া চাই খুব তাড়াতাড়ি। হোয়াইট হাউস থেকে প্রায় রোজই প্রেস ব্রিফিং করছেন ট্রাম্প। সোমবার টাস্কফোর্স ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, "ভারতের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভাল।
আমি এমন কোনও কারণ দেখতে পাচ্ছি না যার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে ওষুধের রফতানির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করবে ভারত। আমি রবিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি ভারত যদি ওষুধ পাঠায় তবে আমরা এই পদক্ষেপকে সম্মান করব। আর যদি না পাঠায়, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, আমাদের থেকেও এরপর এমনই ব্যবহার পাবে ভারত।" আর এর পরেই মত পাল্টাই ভারত। আমেরিকায় হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানিতে সিলমোহর দিল ভারত সরকার। ওষুধ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুললেও চিকিত্সা পরীক্ষার সরঞ্জাম, ভেন্টিলেটর রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখছে কেন্দ্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.