রতন কাহার কে ৫ লক্ষ টাকা দিয়ে অর্থ সাহায্য করলেন বাদশা
নজরবন্দি ব্যরোঃ কথা দিয়েছিলেন আর কথা রাখলেন সংগীতশিল্পী বাদশা। বাদশার মিউজিক ভিডিও গেন্দা ফুল মুক্তি পরই হিট হওয়ার পারই তা নিয়ে সমালচনাও শুরু হয়।কিন্তু এই গানের স্রষ্ঠা রতন কাহারের কাছ থেকে কোন স্বীকৃতি ও অনুমতি নেননি বাদশা। পরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে গুঞ্জন শুরু হলে বাদশা বলেন আমি চাই রতন রাহার সাথে কথা বলতে।এই পরেই কাহারের সাথে যোগাযোগ করেন বাদশা। এরপরে দুজনে বেশ অনেকক্ষণ কথোপকথন হয়।
এরপরে বাদশা রতন রাহাকে আশ্বাস দেন যে তিনি তাকে আর্থিকভাবে সাহায্য করবেন। পাশাপাশি লকডাউন মিটলেই তিনি তার সাথে দেখা করতে যাবেন এই কথা ও দেন বাদশা।কথা দিয়েছিলেন আর্থিকভাবে সাহায্য করবেন আর সেই কথা রাখলেন বাদশা।পাঁচ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করলেন রতন কাহার কে বাদশা।সোমবারই সেই টাকা পৌঁছে গেছে রতন কাহারের ব্যাংকের একাউন্টে। সেই টাকা পেয়ে রতন রাহা কাহার খুবই আনন্দিত। তিনি বাদশা কে ফোন করে ধন্যবাদ জানান। এবং তাকে সিউড়ি আসার আমন্ত্রণ ও দেন। লকডাউন উঠে গেলেই সিউড়িতে গিয়ে রতন কাহারের সঙ্গে দেখা করবেন বলে কথা দিয়েছেন বাদশা।

No comments