Header Ads

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা অত্যন্ত সংকটজনক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। হাসপাতাল জানাল, অত্যন্ত অসুস্থ বরিস জনসন। তাঁকে ভেন্টিলেটর দেওয়া হতে পারে। গত ২৭ মার্চ করোনা উপসর্গ ধরা পড়ে বরিসের। শারীরিক পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবনে ১০ দিন কোয়রান্টিনে ছিলেন তিনি। কিন্তু এর পর থেকে বরিসের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি। সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হয়। তড়িঘড়ি আইসিইউ-তে স্থানান্তরিক করা হয় বরিসকে। ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর চিকিত্সার জন্য গঠিত মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।চিকিত্সিকের কথায়, করোনার রোগীদের প্রচুর অক্সিজেন প্রয়োজন হয়। যাতে শ্বাস নিতে পারে। বরিসের অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে। তাঁর বয়স ৫৫। বরিস জনসনই প্রথম রাষ্ট্র নেতা, যিনি করোনা ভাইরাস আক্রান্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.