লকডাউনের জন্য এবার টেলিভিশনে ফিরছে সিআইডি ও আহাট
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।সেই কারণে সাধারণ মানুষ থেকে তারকা সবাই প্রায় ঘরবন্দি। সমস্ত শটিং প্রায় বন্ধ। লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাতে হচ্ছে সবাই কে।সেই কারণে পুরানো এক গুচ্ছ ধারাবাহিক আবার ফিরছে টেলিভিশনে।এর মধ্যেই ছোটপর্দায় ফিরেছে রামায়ণ, মহাভারত, শাহরুখ খানের প্রথম সিরিয়াল সার্কাস এবং হিন্দি ব্যোমকেশ বক্সী।এবার তাদের মধ্যে নাম লিখিয়েছে আরো বেশ কিছু ধারাবাহিক।
দূরদর্শনে এবার ফিরছে দেখ ভাই দেখ। এবার একই উদ্যোগ নিল সোনি এন্টারটেনমেন্ট ও। এবার সোনি চ্যানেলে ফিরছে সিআইডি ও ইয়ে উন দিনো কি বাত হ্যায়, হরর সিরিজ আহাট ও।করোনার এই রূপ আতঙ্কে মানুষের জন্য টেলিভিশনে পুরনো দিনের নানা অনুষ্ঠান নতুন করে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দূরদর্শনের পাশাপাশি এই উদ্যোগ নিচ্ছেন বেসরকারি চ্যানেলও। ইতিমধ্যেই বিভিন্ন বাংলা চ্যানেলেও পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার শুরু হয়েছে।

No comments