করোনা যুদ্ধে এবার বড় অঙ্কের টাকা দান সি কে বিড়লা গ্রুপের
নজরবন্দি ব্যুরোঃ রোনার এই মারন জীবাণু ইতালি থেকে আমেরিকা, চীন প্রত্যেককে কোণঠাসা করে দিয়েছে। গোটা বিশ্ব জুড়ে চলছে এই ভাইরাসের দাপট। এই ভাইরাস থেকে বাঁচতে সবাই এগিয়ে এসেছেন। করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।এই সময় দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন দিকের কৃতি মানুষরা।
এবার সেই খাতায় নাম লেখালেন সিকে বিড়লা গ্রুপও ।করোনার ত্রাণ তহবিলে সংস্থার পক্ষ থেকে ৩৫ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করল তারা। ২৫ কোটি টাকা প্রধানমন্ত্রীর CARES ফান্ডে এবং বাকি টাকা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করবে সংস্থা । এছারাও মাস্ক এবং পিপিই পোশাকও দিয়েও সাহায্যের আশ্বাস দিয়েচে এই গ্রুপ।
এবার সেই খাতায় নাম লেখালেন সিকে বিড়লা গ্রুপও ।করোনার ত্রাণ তহবিলে সংস্থার পক্ষ থেকে ৩৫ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করল তারা। ২৫ কোটি টাকা প্রধানমন্ত্রীর CARES ফান্ডে এবং বাকি টাকা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করবে সংস্থা । এছারাও মাস্ক এবং পিপিই পোশাকও দিয়েও সাহায্যের আশ্বাস দিয়েচে এই গ্রুপ।

No comments