দাদা কে নিয়ে শ্রেয়স আইয়ার দিলেন এই বয়ান
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দল গত কিছু বছর ধরে চার নম্বরের জন্য একজন সফল ব্যাটসম্যান খুঁজছিল। কিন্তু কোনো খেলোয়াড়ই এই নম্বরে নিজের জায়গা পাকা করতে সফল হননি। তবে শেষমেশ শ্রেয়স আইয়ার এই খোঁজ শেষ করেছেন। তবে তাতে সাহায্য করেছেন দিল্লির প্রাক্তন মেন্টর তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কারন এক সাক্ষাৎকারে শ্রেয়স জানিয়েছেন "ওই দুই দিগগজ আমাকে যেভাবে শুরু থেকে সামলেছেন তা সত্যিই ভীষণই ভালো অভিজ্ঞতা বলা যেতে পারে।
প্রত্যেক ম্যাচের আগে আমি দাদার (সৌরভ গাঙ্গুলী) রুমে ম্যাচ নিয়ে কথা বলতে যেতাম। উনি আমাকে ফোন করতেন আর আমাকে জিজ্ঞাসা করতে যে আমরা কোন দলের সঙ্গে খেলবে"। রিকিকে নিয়ে তিনি বলেন "আমার মনে হয় যে ও বাস্তবে ভীষণ ভালো আর উনি আইপিএলে সমস্ত দলগুলির ব্যাপারে নিজের অধ্যায়ন করেছেন। উনি জানেন যে ওরা কী কথা বলছে। অন্যদিকে রিকি পন্টিংয়ের সঙ্গে থাকা একটা আলাদাই অভিজ্ঞতা খেলোয়াড় আর অধিনায়ক হিসেবে পাওয়া যায়"।
প্রত্যেক ম্যাচের আগে আমি দাদার (সৌরভ গাঙ্গুলী) রুমে ম্যাচ নিয়ে কথা বলতে যেতাম। উনি আমাকে ফোন করতেন আর আমাকে জিজ্ঞাসা করতে যে আমরা কোন দলের সঙ্গে খেলবে"। রিকিকে নিয়ে তিনি বলেন "আমার মনে হয় যে ও বাস্তবে ভীষণ ভালো আর উনি আইপিএলে সমস্ত দলগুলির ব্যাপারে নিজের অধ্যায়ন করেছেন। উনি জানেন যে ওরা কী কথা বলছে। অন্যদিকে রিকি পন্টিংয়ের সঙ্গে থাকা একটা আলাদাই অভিজ্ঞতা খেলোয়াড় আর অধিনায়ক হিসেবে পাওয়া যায়"।

No comments