Header Ads

করোনা নিয়ে আতঙ্কের মাঝে শিক্ষকদের বর্ধিত বেতন পাওয়া নিয়ে সংশয়!

নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের। উদবিঘ্ন স্বাস্থ্যমন্ত্রক। এইরকম সময়েও বেতন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য সরকারকে। যদিও মুখ্যমন্ত্রী আগেই সরকারি কর্মচারীদের বেতন দ্রুত মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছিলেন।


করোনা নিয়ে আতঙ্কের মাঝে কলেজ শিক্ষকদের বর্ধিত হারে বেতন পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষকদের একটা বড় অংশের মধ্যে। কারণ, নয়া হারে বেতন নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের তরফে পে-ফিক্সেশন সংক্রান্ত ফরম্যাট সময়মতো কলেজে না আসায় এই বিপত্তি তৈরি হয়েছে। তার উপর করোনার আতঙ্ক ও তার পরবর্তী লকডাউনের সিদ্ধান্তের জেরে এ সংক্রান্ত সব কাজই বন্ধ হয়ে যায়।
তাই এই প্রক্রিয়াও আটকে গিয়েছে। ফলে সরকারি কর্মী, স্কুল শিক্ষক, সরকারি কলেজের শিক্ষকরা বর্ধিত হারে বেতন পেলেও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকরা এই সুবিধা থেকে আপাতত বঞ্চিতই থাকছেন। জানা গিয়েছে, এমন কয়েক হাজার কলেজ শিক্ষক এখন পুরনো হারেই বেতন পাবেন। কবে নয়া হারে বেতন পাবেন এই কলেজ শিক্ষকরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.