বিদ্যুৎ বিলে ছাড়, ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ মার্চ মাসের শেষে বা এপ্রিলের প্রথমে গত ফেব্রুয়ারি মাসে ধার্য বিদ্যুতের বিল জমা না দিলেও লাইন কাটবে না রাজ্য বিদ্যুত্ বণ্টন নিগম। শুধু তাই নয়, ৩০ এপ্রিলের মধ্যে বিল জমা দিলেও এক টাকা সুদ বা জরিমানাও চাইবে না বিদ্যুত্ দপ্তর। বুধবার গ্রাহকদের এ খবর জানিয়েছেন রাজ্যের বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, দেশজুড়ে লকডাউনের পরিস্থিতি চলাকালীন জরুরি পরিষেবাগুলিকে তার আওতার বাইরে রাখতে বলেছে প্রশাসন।
তার মধ্যে যেমন পড়ছে পুলিশ, সংবাদমাধ্যম; তেমনই পড়ছে বিদ্যুত্ দপ্তর। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে এই দপ্তরের কর্মীরাও নিরলস পরিশ্রম করে চলেছেন। এমন পরিস্থিতিতে যে হাজার হাজার বিদ্যুত্কর্মী পরিষেবা দিচ্ছেন এবং বিদ্যুতের যোগান নিরবিচ্ছিন্ন রেখেছেন তাঁদের এদিন বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
তার মধ্যে যেমন পড়ছে পুলিশ, সংবাদমাধ্যম; তেমনই পড়ছে বিদ্যুত্ দপ্তর। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে এই দপ্তরের কর্মীরাও নিরলস পরিশ্রম করে চলেছেন। এমন পরিস্থিতিতে যে হাজার হাজার বিদ্যুত্কর্মী পরিষেবা দিচ্ছেন এবং বিদ্যুতের যোগান নিরবিচ্ছিন্ন রেখেছেন তাঁদের এদিন বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

No comments