Header Ads

করোনা ভাইরাস ২২-২৭ ডিগ্রি তাপমাত্রায় মারা যায়? দিলীপ বাবু ব্যাখ্যা করুন প্লিজ! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস কে সঠিক ভাবে আজও বুঝে উঠতে পারেনি বিশ্বের তাবড় চিকিৎসক এবং গবেষক রা। এই ভাইরাস কতবার যে তাঁর চরিত্র বদলেছে তাঁর ইয়ত্তা নেই! করোনা ভাইরাস যত দ্রুত ছড়িয়েছে তাঁর থেকেও দ্রুত ছড়িয়েছে এই ভাইরাস সম্পর্কিত গুজব!
আর এবার রাজ্য বিজেপির মাধ্যমে আরও একবার জানা গেল করোনা ভাইরাস আসলে কি! এবং কি তাঁর চরিত্র; কিভাবে বাঁচে বা মরে! যদিও এটা ঠিক গুজব নয়, বলাচলে সচেতনতা মূলক প্রচার।

গতকাল বিজেপির পক্ষে হাওড়া শহরের চারটি বিধানসভা এলাকায় বিজেপি কর্মীরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই লকডাউন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী তুলেদেন একাধিক পরিবারের হাতে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন দিলীপ ঘোষ।
এই মাল্যদান করার ছবিও ওঠে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। একাধিক ছবি ব্যাক্তিগত ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন দিলীপ বাবু। মাল্যদান এবং খাদ্যসামগ্রী দান পর্যন্ত কোন বিতর্ক ছিলনা। বিতর্কের সূত্রপাত জনসমাগম নিয়ে। দিলীপ ঘোষ যখন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন তখন দেখা যায় তাঁর গা ঘেঁষে বিজেপির একাধিক নেতা কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ সামাজিক দূরত্ব কে থোড়াই কেয়ার!
কিন্তু এত প্রচার সত্বেও কেন এত ভিড়? তাহলে কি ভয় কেটে গেছে করোনা ভাইরাসের? এই প্রশ্ন যখন জাগছে তখনই চোখ পড়ল শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তির ঠিক পেছনের একটি ফ্লেক্সে!

যেখানে অন্য অনেক কিছুর সাথে বড় বড় করে লেখা রয়েছে করোনা ভাইরাস ২২% থেকে ২৭% সেলসিয়াস তাপমাত্রায় মারা যায়! এমন কোন তথ্য বিশ্ব স্বাস্থ সংস্থা বা কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক জানিয়েছেন কিনা সেই তথ্য এখনও আমরা পাইনি কিন্তু এদিন বিজেপি-র করোনা সচেতনতা মূলক ফেস্টুনে এই তথ্য জানতে পেরে মনের জোর অবশ্যই ফিরে এল!
দেখুন ছবি এবং দিলিপ ঘোষের ট্যুইট!


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.