করোনা যুদ্ধে শামিল এবার টিকটক, দান করল মাস্ক,প্রোটেকটিভ স্যিটস
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। করেনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছে অনেকেই।মন্ত্রী ত্রাণ তহবিল হোক কিংবা মুখ্যমন্ত্রী তহবিল এগিয়ে আসেন অনেকেই।বলি সেলিব্রিটিরা জানিয়েছে এ রকম পরিস্থিতিতে সবাই এগিয়ে এসে সাহায্য করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে।অক্ষয় কুমার থেকে শুরু করে হৃত্বিক রোশন সলমন খান সবাই এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়াতে।এগিয়ে এসেছেন দেশের বিভিন্ন শিল্পপতিরা, এমন কি সাধারন মানুষ।
এবার সেই খাতাই নাম লেখাল এই মুহূর্তে সব থেকে বিখ্যাত অ্যাপ টিকটক। হাঁ করোনা যুদ্ধে সামিল এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ TikTok-ও । ভারতে করোনা মোকাবিলায় প্রায় যুদ্ধে নামা ডাক্তার এবং অন্যান্য মেডিক্যাল স্টাফদের সাহায্য করতে ২০০,০০০ মাস্কের পাশাপাশি ৪০০,০০০ হজমত মেডিক্যাল প্রোটেকটিভ স্যিটস দান করল টিকটক ।

No comments