Header Ads

ভারতে ২০০০ ছুঁল করোনা আক্রান্তের সংখ্যা; উদবিঘ্ন স্বাস্থ্যমন্ত্রক

নজরবন্দি ব্যুরো: দেশে  হুহু করে বাড়ছে সংক্রমণ। করোনা-র দাপট ক্রমেই বাড়ছে আমাদের দেশ ভারতে।  এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের। করোনার এই ক্রমবর্ধমান বৃদ্ধিতে উদবিঘ্ন দেশের স্বাস্থ্য মন্ত্রক।
তেলেঙ্গানায় ১২ জনের নতুন করে এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। রাঁচিতে হিন্দিপিরি নামে একটি এলাকা থেকে ৯০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মুম্বইতে পাঁচ সিআইএসএফ জওয়ান আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি রাজস্থানের চুরুতে সাত জন আক্রান্তের খোঁজ মিলেছে। অন্ধ্রপ্রদেশে একদিনেই নতুন ৬৮ জন আক্রান্ত হবার খবর পাওয়া গিওয়েছে।

২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭ জন। মৃত্যু হয়েছে সাতজনের। পণ্ডিচেরীতে প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। তিনি নিজামুদ্দিনের জমায়েত থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। অসমে আটজন নতুন করে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল এদিন বলেছেন, আক্রান্তদের ‘কনট্যাক্ট ট্রেসিং’ ও ‘ক্লাসটার কনটেনমেন্ট’ করে সংক্রমণ আটকানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানিয়েছেন করোনা প্রতিরোধে মৃতুর চোখে চোখ রেখে অবিরাম কাজ করে চলা স্বাস্থ্যকর্মীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে তাই দরকার প্রয়োজনীয় সামগ্রী। সেজন্য দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও তুরস্কের মতো কয়েকটি দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলছে স্বাস্থ মন্ত্রক। স্বাস্থ যুগ্ম সচিবের পাশাপাশি আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়, তারা ডিপার্টমেন্ট অফ বায়ো টেকনোলজি ও CSIR এর সঙ্গে তাঁরা করোনা ভাইরাসের এর প্রতিষেধক তৈরির কাজ করছে খুব দ্রুততার সঙ্গে।আপাতত, যাঁদের সর্দি-কাশি হয়েছে তাঁরাই শুধু মাস্ক ব্যবহার করুন। তবে যেভাবেই হোক সোশ্যাল ডিসট্যান্সিং মেন্টেইন করুন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.