Header Ads

কর বাড়ানোর প্রস্তাব নাকচ করল কেন্দ্র!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সঙ্ক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৭ হাজার ৪৪২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছে ৮৪৬ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন ২০ হাজার ৩৭২ জন। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, কার্যত উজাড় হয়ে যাছে বলিউডের রাজ্য। গতকাল দেওয়া বুলেটিনে নতুন করে ৪৪০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এইরকম কঠিন সময়ে কর বাড়ানোর প্রস্তাব ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল মানুষের মধ্যে। তবে সেই প্রস্তাবকে নাকচ করল মোদী সরকার।


জানা গিয়েছিল, ভারতীয় রাজস্ব পরিষেবার কিছু আধিকারিক কর বাড়ানোর ব্যাপারে অর্থ মন্ত্রককে সুপারিশ করেন। তাদের কথা অনুসারে, করোনার জেরে রাজস্ব খাতে যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে করোনা পরবর্তী পর্যায়ে ধনীদের আয়ের ওপর ৪০ শতাংশ কর বসানো, মহামারি সেস ধার্য করা, বিদেশি সংস্থাগুলোর ওপর আরও বেশি কর্পোরেট কর বসানো ইত্যাদি সুপারিশ জায়গা পেয়েছিল ওই প্রস্তাবে।

সেই সুপারিশ জানাজানি হবার পরেই করোনা আবহের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। তারপরেই আসরে নামে কেন্দ্র। বলা হয়, এমন কোনও সুপারিশ পাঠানোর অধিকার ওই কর্তাদের নেই। এমনকি অর্থমন্ত্রক এই ধরনের সুপারিশকে 'উশৃঙ্খল আচরণ' বলেও চিহ্নিত করেন। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.