Header Ads

লকডাউন কি বাড়বে? কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৭ হাজার ৪৪২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছে ৮৪৬ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন ২০ হাজার ৩৭২ জন। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, কার্যত উজাড় হয়ে যাছে বলিউডের রাজ্য। গতকাল দেওয়া বুলেটিনে নতুন করে ৪৪০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এদিন, সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের একবার ভিডিও কনফারেন্সে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন শুরু পর থেকে এই নিয়ে চতুর্থ বার বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী।

সোমবার সকাল ১০ টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে। ওই বৈঠকে লকডাউনের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। আলোচনাতে অবশ্যই থাকবে, পরীক্ষার কিট এবং চিকিৎসকদের সুরক্ষা নিয়েও।

সব রাজ্যের বৈঠক হলেও সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা আদৌ এই বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ৯ টি রাজ্য যে বৈঠকে বসবেই একথা নিশ্চিত করা গিয়েছে সূত্র মারফত।

অপরদিকে লকডাউন বাড়ানোর প্রস্তাব নিয়ে যেমন আলোচনা করতে পারে, তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আর্থিক প্যাকেজের দাবি জানাতে পারে বলেও মনে করা করছে বিশেষজ্ঞ মহল। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.