গভীর রাতে খারাপ খবর; ২৯ জন ডাক্তার-নার্স-স্বাস্থকর্মী করোনা পজিটিভ। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে অব্যাহত করোনার দাপট অব্যাহত, সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র তারপরেই গুজরাত এবং দিল্লীর। আর এবার এল গভীর রাতে খারাপ খবর। নয়ডার বাবা সাহেব আম্বেদকর হাসপাতালের অন্তত ২৯ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
ন্যাশানেল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল জানিয়েছে এই খবর; আরও ৪ জন 'presumptive positive' বলে জানিয়েছে তাঁরা।
উল্লেখ্য এই মুহুর্তে দেশ জুড়ে আক্রান্ত ২৭ হাজার ৮৯০ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৫২৩ জন এবং মারা গেছেন ৮৮২ জন। বাকি ২০ হাজার ৪৮৫ জন চিকিৎসাধীন।
অন্যদিকে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯১৮ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৮৭ জন।
উল্লেখ্য এই মুহুর্তে দেশ জুড়ে আক্রান্ত ২৭ হাজার ৮৯০ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৫২৩ জন এবং মারা গেছেন ৮৮২ জন। বাকি ২০ হাজার ৪৮৫ জন চিকিৎসাধীন।
অন্যদিকে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯১৮ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৮৭ জন।
At least 29 healthcare workers including doctors, nurses, paramedics & other staff of Baba Saheb Ambedkar Hospital in Delhi have tested positive for #COVID19. Results of 4 other cases are 'presumptive positive', as stated by a report of National Institute of Biologicals, Noida. pic.twitter.com/WMbKgxqp8E
— ANI (@ANI) April 26, 2020
Loading...
কোন মন্তব্য নেই