Header Ads

করোনা চিকিৎসায় সাহায্য করতে প্লাজমা দেবেন ২০০ জন জামাতি!

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে গোটা দেশে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে গোটা পৃথিবী। ভারতে করোনা চিকিৎসার পরীক্ষার জন্য প্লাজমা দান করার জন্য আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন তবলিগি জামাতের ২০০ সদস্য।
যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় সুস্থ হবার পরে তাঁরাই রাজি হয়েছেন নিজেদের প্লাজমা স্বেচ্ছায় দিতে। মাস-খানেক আগে দিল্লির নিজামুদ্দিনে এক ধর্মীয় সম্মেলনে যোগ দিয়ে বিতর্ক বাড়িয়ে ছিলেন এই সমস্ত লোকজন। বিদেশ থেকেও বহু মানুষ এই সম্মেলনে এসেছিলেন। সেখানে কিছু সংক্রমিত ব্যক্তি আসায় ঝড়ের গতিতে বহু মানুষ সংক্রমিত হয়েছিলেন।

কেজরিওয়ালের পরামর্শে দিল্লির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানান হয়েছে তবলিগি জামাতের অন্তত ২০০ সদস্যকে প্লাজমা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজে বলেছিলেন, 'সমস্ত ধর্মের মানুষ প্লাজমা দিয়ে অন্য ধর্মের মানুষদের প্রাণ বাঁচাতে চাইছে। আমার মনে ভাবনা এসেছে কোনও মুসলিমের প্লাজমা হিন্দুর জীবন বাঁচাবে , হতে পারে কোনও হিন্দুর প্লাজমা মুসলিমের জীবন বাঁচাবে। ভগবান  যখন পৃথিবী বানিয়েছিলেন তখন মানুষ বানিয়েছিলেন প্লাজমা ধর্ম দেখে বাঁচায় না।'

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.