উইন্ডোজ প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি। দেখে নিন ছবিটি
নজরবন্দি ব্যুরোঃ হিং, রূপকথা র পর ২৬ শে এপ্রিল, রবিবার বিকেল ৫ টায় মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন এর নতুন শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।করোনা ভাইরাস কে নিয়েই আবেগঘন এই ছবি বানালেন,শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।ছবির গল্প হল পারিবারিক মনোমালিন্যের কারণে দুই ভাইয়ের কথা হয় না বেশ অনেক দিন।আর বর্তমানে দুই ভাই পৃথিবীর দুই প্রান্তে থাকেন।সময়ের সাথে সাথে তাদের বয়স ও বেরেছে তারা দুজনেই বর্তমানে প্রবীণ নাগরিক।তবে এই লকডাউনের মধ্যে ছোটো ভাইয়ের ভীষন মনে পরছে বড়ো দাদার কথা।
তার পরের গল্পের জন্য দেখতে হবে ফিল্ম অ্যাপেল ট্রি। নীচের লিংকে ক্লিক করে দেখে ফেলুন উইন্ডোজ প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।তার পরের গল্পের জন্য দেখতে হবে ফিল্ম অ্যাপেল ট্রি।এই ছবিতে অভিনয় করেছেন ধ্রুবজ্যোতি নন্দী ও অনুপা ঠাকুরতা।এই ছবিটির গল্প লিখেছেন জিনিয়া সেন।সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।নীচের লিংকে ক্লিক করে দেখে ফেলুন উইন্ডোজ প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।
তার পরের গল্পের জন্য দেখতে হবে ফিল্ম অ্যাপেল ট্রি। নীচের লিংকে ক্লিক করে দেখে ফেলুন উইন্ডোজ প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।তার পরের গল্পের জন্য দেখতে হবে ফিল্ম অ্যাপেল ট্রি।এই ছবিতে অভিনয় করেছেন ধ্রুবজ্যোতি নন্দী ও অনুপা ঠাকুরতা।এই ছবিটির গল্প লিখেছেন জিনিয়া সেন।সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।নীচের লিংকে ক্লিক করে দেখে ফেলুন উইন্ডোজ প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।
Loading...
কোন মন্তব্য নেই