করোনা যুদ্ধে মোদীর প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া অস্থির পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যার্থে ভারত বনাম পাকিস্তানের প্রদর্শনী ম্যাচ আয়োজন নিয়ে আগেও সরব হয়েছিলেন শোয়েব আখতার। ফের একই দাবি তুললেন তিনি।তার সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন তিনি।করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যেভাবে কাজ করেছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।
ভারতে মারণ ভাইরাস প্রভাব আটকে রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চূড়ান্ত সিদ্ধান্তকে সমর্থনও করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। তিনি বলেছেন মোদীর কথা শুনে ভারতবাসীরা লকডাউন মেনে চলেছে। তবে হ্যালো অ্যাপের লাইভ চ্যাট শো-তে ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ফের সরব হয়েছন শোয়েব।
Loading...
কোন মন্তব্য নেই