Header Ads

লকডাউনে ছোটবেলার স্মৃতিচারণায় ব্যস্ত টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য সাধারণ মানুষ থেকে তারকা সবাই প্রায় ঘরবন্দি।এই ঘরবন্দি অবস্থাতে কেউ রান্না করছেন,আবর কেউ ঘর পরিস্কার করছেন,আবার কেউ বা ছোটবেলার স্মৃতিচারণা করতে ব্যাস্ত।এমনই করলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক।লকডাউনের কারণে বাড়িতে বন্দি কোয়েল।হাতে অনেক সময়ে।
আর এই ঘরবন্দি অবস্থাতে মন কে ভালো রাখতে ছোটবেলার স্মৃতিচারনায় ব্যাস্ত কোয়েল।এমনতেই আর কিছু দিনের মধ্যে মা হতে চলেছেন অভিনেত্রী।সম্প্রতি কোয়েল ইনস্টাগ্রামে আপলোড করেন তার ছোটবেলার একটি ছবি।সেই ছবিতে দেখা যা যাচ্ছে শাড়ি পরে বসে আছেন কোয়েল।তখন কোয়েল ক্লাস ৬ এ পরেন। সরস্বতী পূজার দিনের ছবি এটা।ভবানীপুরের বাড়ির বারান্দায় বসে এই ছবি তোলেন করে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.