Header Ads

প্রশাসক নিয়োগ না করে কলকাতা পুরসভার মেয়াদ ৬ মাস বাড়াতে চাইছে রাজ্য

নজরবন্দি ব্যুরোঃ আগামী ৭ মে কলকাতার পুরসভার পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। করোনা পরিস্থিতির আগে রাজ্যের নির্বাচন কমিশনার ভোটের দিনক্ষণ প্রায় ঠিক করেই ফেলেছিলেন। তা নিয়ে সর্বদল বৈঠক হয়েছিল। কিন্তু করো না আমাদের রাজ্য মহামারীর আকার নেয়ায় তা কার্যত ভেস্তে যায়। সেই পরিস্থিতিতে রাজ্য চাইছে কলকাতার পুরো বোর্ডের মেয়াদ অন্তত ছয় মাস যাতে বৃদ্ধি করা হয়। প্রশাসকের শাসন জারি না করে কলকাতা পুরসভার মেয়াদ জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত জানতে চাইল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সূত্রের খবর, বর্তমানে কলকাতা পুরসভার মেয়র মেয়র পরিষদ ছাড়াও ১৪৪ জন কাউন্সিলর পুরসভা সামলাতেন। কিন্তু পুরসভার মেয়াদ শেষ হতে চলায় প্রশাসক নিয়োগের কথা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসক নিয়োগ করলে ওয়ার্ড গুলিতে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
করণা মোকাবিলায় কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে আলাদা আলাদা করে কাউন্সিলরদের নেতৃত্বে একটি বিশেষ টিম কাজ করছে। নতুন করে পুরপ্রশাসক দায়িত্ব নিলে সেই টিম ভেঙে যাবে। ফলে শহরে করনা মহামারীর আকার নিতে পারে। আর এই কারণেই আইন দপ্তরের কাছে পুরসভার মেয়াদ ছ মাস সমাস বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। পুরসভার মেয়াদ বৃদ্ধি করলে মেয়র মেয়র পারিষদ ছাড়াও সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর দের মেয়াদ বৃদ্ধি হবে। রাজ্যের অনেকগুলি পুরসভার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রশাসক নিয়োগ করা হয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসক নিয়োগ করা হলে কলকাতায় জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।
 রবিবারে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। যদি ছ মাসের মেয়াদ বৃদ্ধির অনুমতি মেলে তবে রাজ্যপালের সম্মতি নিয়ে অর্ডিন্যান্স জারি করা হতে পারে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে রাজ্য রাজ্যপাল সংঘাত যে দিকে এগিয়েছে তাতে রাজ্যপাল অর্ডিন্যান্সের স্বাক্ষর করবেন কিনা তাও প্রশ্নচিহ্নের মুখে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকে আবার মনে করছেন রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যপালকে বোঝালে তিনি হয়ত সম্মত হবেন। বিষয়টি ইতিমধ্যেই নবান্নে আলাপআলোচনা শুরু হয়ে গিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.