Header Ads

সূর্যের আলোয় করোনা ভাইরাস ধ্বংস হচ্ছে; চিকিৎসকদের দাবি ঘিরে চাঞ্চল্য

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ গোটা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে ব্যর্থ চিকিৎসকরা। আর সেই কারণে বাড়ছে মৃত্যু মিছিল।
উচ্চ তাপমাত্রায় করোনা ভাইরাস ধ্বংস হবে বলে আগেই চিকিৎসকদের একটা বড় অংশ দাবি করেছিল।
এরপর উঠে আসে, আরও এক তত্ত্ব। তাতে বলা হয় , গরমে করোনা ভাইরাস ধ্বংস হতে পারে। যদিও পরে একাধিক উষ্ণ তাপমাত্রা যুক্ত দেশে করোনার প্রবল দংশনের প্রভাব দেখা দেওয়ায় চিন্তা বাড়ে গবেষকদের। এবার মার্কিনী বিজ্ঞানীরা ফের এক নতুন দাবি তুলেছেন। এই মারণ করোনা ভাইরাস সূর্যের আলোয় ধ্বংস হতে পারে। এক সিনিয়র মার্কিনী আমলা একথা জানিয়েছেন। তবে তাঁদের দেওয়া তত্ত্ব সেভাবে প্রমাণিত হয় নি।
তাই এই তত্ত্ব প্রমাণে আরও কয়েকদিন অপেক্ষা করার বার্তাও দিয়েছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্তা উইলিয়াম ব্রায়ান দাবি করেছেন, বিজ্ঞানীরা বলছেন যে সূর্যের অতিবেগুনী রশ্মিতে করোনা ভাইরাস ধ্বংস হচ্ছে। কারণ, সূর্যের অতিবেগুণী রশ্মি জীবাণু ধ্বংস করার ক্ষমতা রাখে। আর তাতে বহু কিছু পরিশুদ্ধও হয় আর এরমধ্যে প্যাথোজেনে প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে। ফলে এই অতিবেগুণিরশ্মীই এখন আশা দেখাচ্ছে চিকিৎসকদের। বিজ্ঞানীরা বলছেন, প্রবল গরম ও তাপমাত্রা এই ভাইরাসকে ধ্বংস করার জন্য উপযুক্ত। তবে তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ প্রবলভাবে থাকতে হবে। যার জেরেই একমাত্র এই ভাইরাস ধ্বংস হতে পারে।
অপরদিকে,করোনায় আমেরিকায় মৃত্যু সংখ্যা ছুঁতে চলেছে ৫০ হাজার। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৩ হাজার ১৭৬ জনের। এর ফলে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার হাজারের কাছে। বুধবার পর্যন্ত মার্কিনমুলুকে মৃতের সংখ্যা ছিল ৪৬ হাজার ৫৮৩। বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। আর এর ফলে টোটাল মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৫৯। আক্রান্ত হয়েছেন বহু মানুষ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.