Header Ads

করোনা সংক্রমণ নিয়ে জনস্বার্থ মামলা; রাজ্যের হলফনামা দাখিল

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবর অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা মোট ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। রাজ্যে মৃত ১৫ জন।


আইসিএমআর গাইডলাইন মানছে না রাজ্য। এই মর্মে অভিযোগ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আগেই। সিপিআই(এম) নেতা পেশায় চিকিৎসক ফুয়াদ হালিম এই মামলা দায়ের করেছিলেন। শুনানিতে গত ১৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল। শুক্রবার অর্থাৎ ২৪ এপ্রিলের মধ্যে ওই হলফনামা জমা দিতে নির্দেশ দেয় আদালত। কিন্তু বৃহস্পতিবার নির্দেশ মেনে সেই হলফনামা দাখিল করল রাজ্য সরকার। কি পদ্ধতি মেনে সংক্রমণ প্রতিরোধে চেষ্টা চালাচ্ছে রাজ্য, তার বিস্তারিত ওই হলফনামাতে উল্লেখ করা হয়। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রে। যদিও এদিন রাজ্যের আবেদন মেনে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অপরদিকে,আগামী শুনানিতে পাল্টা হলফনামা দাখিলের সুযোগ দেওয়া হয়েছে মামলাকারীকে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.