Header Ads

রেলের দায়িত্ব-জ্ঞানহীনতায় করোনা আক্রান্ত ৯ RPF জওয়ান; রাজ্যে বাড়ছে আতঙ্ক

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মারণ রোগের প্রকোপ থামাতে চলছে টানা লকডাউন। এহেন পরিস্থিতিতে রেলের চূড়ান্ত গাফিলতিতে রাজ্যে ছড়াল করোনা আতঙ্ক।
জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি থেকে হাওড়ায় ফিরে আসা ৯ জন রেল সুরক্ষা বাহিনীর বা RPF  জওয়ানের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯ জীবাণু।

করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে তার জন্য টানা লকডাউনের সিদ্ধান্ত নেয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি গিয়েছিল ২৮ জন আরপিএফ জওয়ানের একটি দল। রেলের সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে রাজ্যে ফেরার কথা ছিল তাঁদের। যদিও আচমকা লকডাউনের জেরে গণ-পরিবহণ বন্ধ হয়ে যায়। এর কারণে গত ১৪ এপ্রিল রেলের পার্সেল ভ্যানে করেই দিল্লি থেকে হাওড়া এসে পৌঁছান ওই আরপিএফ জওয়ানরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ দেখাযায়। বেগতিক দেখে ওই জওয়ানদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি, তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট এলে দেখা যায় ৯ জন জওয়ান মারণ করোনা ভাইরাসে আক্রান্ত। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.