Header Ads

জীবনের প্রথম কোচ অসুস্থ, চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন মহারাজ।

নজরবন্দি ব্যুরোঃ একসময় বাংলা ক্রিকেটের আঁতুড়ঘর ছিল দুখিরাম কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারের ক্রিকেট খেলার হাতে খড়ি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই কোচিং সেন্টারের কোচ ছিলেন অশোক মুস্তাফির। তার কাছেই ক্রিকেটের হাতে খড়ি হয়েছিল মহারাজের। অশোক মুস্তাফির দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখন তিনি ভেন্টিলেশনে রয়েছেন। রবিবারে খবর পৌঁছে সৌরভ গাঙ্গুলীর কাছে। তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠেন দাদা। নিজে ফোন করে তাঁর স্যারের খোঁজ খবর নেন। যেহেতু অশোক মুস্তাফির কন্যা ইংল্যান্ডে রয়েছেন তাই তাঁর পাশে দাঁড়ানোর এই মুহূর্তে তেমন কেউ নেই। তাই তার চিকিৎসার খরচ বহন করতে চাইলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জীবনের প্রথম কোচের যেকোনো সমস্যায় পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন সৌরভ। জনা কুড়ি ক্রিকেটার যাঁরা রনজি খেলেছেন তাঁদের উঠে আসা অশোক মুস্তাফির কোচিংয় থেকেই। ক্রিকেটের প্রথম ধাপের জ্ঞান অর্জন সৌরভ করেছিলেন অশোক মুস্তাফিরের কাছ থেকেই।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.