Header Ads

ডাক্তাররা করোনা নিয়ে মুখ খুললেই জেল! চীনের ছায়া এবার ভারতের রাজ্যে!

নজরবন্দি ব্যুরো: করোনা মোকাবিলায় নেমে চীনের ছায়া দেখতে পাচ্ছেন জম্মু-কাশ্মীরে চিকিৎসকরা। রীতিমতো নোটিশ জারি করে মুখে কুলুপ এঁটে থাকার নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। পয়লা এপ্রিল জারি করা ওই নোটিশে বলা হয়েছে কোভিড-১৯ সংক্রান্ত কোন তথ্য কিংবা খবরা-খবর প্রকাশ্যে আনতে পারবেন না চিকিৎসকেরা।
এমনকি স্বাস্থ্য পরিকাঠামোয় সরকারি গলদ নিয়ে মুখ খুলতে পারবেন না তাঁরা। খুললেই মহামারী রোগ সংক্রান্ত আইন প্রয়োগ করে অভিযুক্ত চিকিৎসকের ৬ মাসের জন্য জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রশাসনের এই নোটিশ কে ঘিরে উপত্যকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের মধ্যে চাপা অসন্তোষ তৈরি হয়েছে চীনের চিকিৎসক ওয়েংলিয়াংয়ের মুখ বন্ধ করতে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল বেজিং।পরে ঐ চিকিৎসক করোনাতে আক্রান্ত হয়েই মারা যান! চীন সরকার ভুল স্বীকার করে তাঁকে শহীদ ঘোষণা করেছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.