Header Ads

লকডাউনের মাঝে রাজ কুন্দ্রার সঙ্গে অশান্তি শিল্পা শেঠির? দেখে নিন তাদের ঝগড়ার ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে লকডাউন।আর লকডাউনের জন্য সমস্ত শুটিং বন্ধ। তাই বর্তমানে ঘরবন্দি অবস্থাতে রয়েছেন শিল্পা শেঠি।তাঁর জন্য স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তান ভিয়ান এবং সমীশার সঙ্গে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা।তা এই ঘরবন্দি অবস্থাতে স্বামী রাজের সঙ্গে ঝামেলা হচ্ছে শিল্পা শেঠির।সম্প্রতি এমনই খবর জানা যায় সোশ্যাল মিডিয়া থেকে।তাহলে ব্যাপারটা খুলেই বলা যাক।সম্প্রতি রাজ ও শিল্পা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন।
তবে সেই ভিডিওটি ছিল মজার।যে ভিডিওটিতে দেখা যাচ্ছে তারা স্বামী স্ত্রী মিলে ঝগড়া করছেন।সেখানে দুজনেই ঝগড়ার বেশ কিছু দৃশ্যকে দৃশ্যায়ন করা হয়।তবে তাদের ঝামেলার নারদ হিসেবে দেখা গেল ভিয়ানকে।যাদিও পুরো ব্যাপারটাই ছিল মজার জন্য।ভিডিওটি আপলোডের পাশাপাশি শিল্পা আরো জানান, যেকোনো বিষয়ে বিশ্বাস এর আগে গোটা ঘটনাটা জেনে নেওয়া দরকার। নিচের লিংকে ক্লিক করে দেখে ফেলুন রাজ ও শিল্পার ঝগড়ার ভিডিও।
https://www.instagram.com/p/B_cFkTKBZgF/
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.