Header Ads

গ্রাম থেকে শহর, অতি সংবেদনশীল হাওড়া; কোন কোন এলাকা? রইল তালিকা।#Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের দাপটে সংকটজনক পরিস্থিতি হাওড়া জেলায়। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১০০, মারা গেছেন ৮ জন। কিন্তু তবুও সচেতন হচ্ছে না মানুষ, নানা অজুহাতে বাইরে বেরোন সহ দোকান গুলোতে জটলা অব্যহত।
এদিকে রবিবার দুপুরে হাওড়া পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।
কেন্দ্রের দল মালিপাঁচঘড়া, গোলাবাড়ি থানা হয়ে সালকিয়া স্কুল রোড, বাঁধাঘাট, ফুলতলা ঘাট, শ্রীরাম ঢ্যাং রোড, সালকিয়া চৌরাস্তা, পিলখানা, অবনী দত্ত রোড ঘুরে দেখেন তাঁরা। এই অবস্থায় হাওড়া জেলাতে  ‘অপারেশন কোভিড জিরো’ শুরু করল জেলা পুলিশ।  সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়া, শিবপুর, গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া এই চার থানা এলাকাকে সম্পূর্ণ লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার ডিসি (সদর) প্রিয়ব্রত রায়।
তিনি বলেন, এই চারটি থানা এলাকায় একমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। আর খাদ্যদ্রব্য-সহ প্রয়োজনীয় সমস্ত কিছুই বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যে সব ওষুধের ক্ষেত্রে প্রেসক্রিপশন লাগে কেবল সেগুলি কিনতেই দোকানে যাওয়া যাবে। এলাকায় হোম ডেলিভারির জন্যে স্থানীয় ক্লাব থেকে স্বেচ্ছাসেবক চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কাজিপাড়া, সালকিয়া, পিলখানা, টিকিয়াপাড়া প্রভৃতি এলাকায় রুটমার্চ করেছে পুলিশ।
পাশাপাশি সোমবার থেকেই আংশিক ভাবে খুলছে হাওড়া জেলা হাসপাতাল। সোমবার সকাল সাড়ে দশটা থেকে ২জন করে চিকিৎসক রোগী দেখবেন।
গ্রাম থেকে শহর, কার্যত পুরো হাওড়াতেই করোনা চিত্র টা খুব ভাল নয়। নবান্ন তালিকা দিল স্পর্শ্বকাতর এলাকাগুলোর।
হাওড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি বাগান লেন এবং ফকির পাঠক লেন।
৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কালুপাড়া লেন, ভট্টনগর এবং শ্রী অরবিন্দ রোড।
৬ নম্বর ওয়ার্ডের উত্তম ঘোষ লেন, গোপাল ঘোষ লেন, কৈবর্ত পাড়া লেন।
১০ নম্বর ওয়ার্ডের ভৈরব দত্ত লেন, নন্দী বাগান লেন।
১২ নম্বর ওয়ার্ডের অতুল ঘোষ লেন, উপেন্দ্র মিত্র লেন, শ্যামাচরণ চৌধুরী লেন, বেলেলিয়াস রোড।
১৫ নম্বর ওয়ার্ডের সনাতন মিস্ত্রি লেন, ১৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর জোলাপাড়া মসজিদ লেন, মধুসূদন বিশ্বাস লেন, সাতকড়ি চ্যাটার্জি লেন, রামেশ্বর মালিয়া লেন, বসরুদ্দিন মুন্সি লেন।
২০ নম্বর ওয়ার্ডের ৬৬ নম্বর জোলাপাড়া মসজিদ লেন, গঙ্গারাম বৈরঙ্গী লেন।
২৭ নম্বর ওয়ার্ডের রাজবল্লভ সাহা লেন, মহেন্দ্রনাথ রায় লেন, কালিবাবু বাজার।
২৮ নম্বর ওয়ার্ডের কৈলাস বোস লেন, বরোদাচরণ কেদার ভট্টাচার্য লেন, গোপাল ব্যানার্জি লেন।
২৯ নম্বর ওয়ার্ডের চিন্তামণি দে রোড, হাট লেন-মল্লিক ফটক ও মল্লিক ফটক।
৩০ নম্বর ওয়ার্ডের জিসিআরসি ঘাট রোড, কাউয়িস ঘাট রোড, বনবিহারি বোস রোড।
৩৩ নম্বর ওয়ার্ডের অবিনাশ ব্যানার্জি লেন।
৩৪ নম্বর ওয়ার্ডের কালিকুমার মুখার্জি লেন।
৩৬ নম্বর ওয়ার্ডের গেঞ্জেস গার্ডেন অ্যাপার্টমেন্ট, শালিমার আরপিএফ ব্যারাক।
৩৮ নম্বর ওয়ার্ডের নারায়ণ হাসপাতাল সংলগ্ন আন্দুল রোড।
৪০ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া লেন।
৪১ নম্বর ওয়ার্ডের ক্যারি রোড
৫৯ নম্বর ওয়ার্ডের কাশি মণ্ডল লেন, ঘুসুড়ি,
৬০ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষ রোড ঘুসুড়ি।
শহর ছাড়াও হাওড়া গ্রামীণ এলাকার একাধিক জায়গাকে অতি সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে।
উলুবেড়িয়া পুরসভার আরপিএফ ব্যারাক,
বাগনান-২-র ভিলেজ সাহারা,
বালি জগাছার সিআর দাস সরণী, ঘোষ পাড়া, দক্ষিণ চাকপাড়া , ঝাউতলা,
ডোমজুড়ের বাল্টিকুড়ি ইএসআই হাউজিং কমপ্লেক্স এবং ওয়াদিপুর।
 জগৎবল্লভপুরের একবরপুর, লস্করপুর,
সাঁকরাইলের উত্তর ধূলাগড় মল্লিকপাড়া, পঞ্চপাড়া, ভিলেজ নলপুর এবং ভিলেজ জয়নগর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.