Header Ads

আজও দিব্যা কে মিস করেন সাজিদ, দিব্যা ভারতীকে নিয়ে মুখ খুললেন প্রযোজকের দ্বিতীয় স্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ দিব্যা ভারতী বলিউডের এক সময়ে প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। তার অভিনয় ও সেই মিষ্টি মুখে হাসিটা সবার মন কেড়ে নিয়েছিল।মাত্র ১৯ বছর বয়সে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সাথে বিয়ে করেন তিনি। তারপরই আচমকা নিজের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিব্যা ভারতী।তবে তার মৃত্যুটি আত্মহত্যা ছিল নাকি খুন তা এখনও জানা যায়।তার মৃত্যু ঘিরে রয়েছে রহস্য।দিব্যার মৃত্যু হয় ১৯৯৩ সালের ৫ ই এপ্রিল আজ প্রায় ২৭ বছর কেটে গেছে তার মৃত্যু হয়েছে। তবে এত বছর পরও নিজের প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি তার স্বামী সাজিদ নাদিয়াদওয়ালা।
এবার প্রয়াত স্ত্রী দিব্যার সঙ্গে সাজিদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাজিদের দ্বিতীয় স্ত্রী।তাঁকে এখনও ভুলতে পারেননি স্বামী সাজিদ। দিব্যার জন্মদিন হোক কিংবা মৃত্যুবার্ষিকী এখনো তার মন কাঁদে দিব্যার জন্য।তাঁকে এখনও ভুলতে পারেননি স্বামী সাজিদ। দিব্যার জন্মদিন হোক কিংবা মৃত্যুবার্ষিকী এখনো তার মন কাঁদে দিব্যার জন্য।সাজিদের দ্বিতীয় স্ত্রী ওয়ার্ধা আরো জানান,দিব্যার পরিবারের সাথে সাজিদের এখনও খুব ভালো সম্পর্ক।দিব্যার বাবা,ভাই এখনও তাদের বাড়িতে আসেন।সাজিদ ও ওয়ার্ধার সন্তানরা এখনও দিব্যাকে বড়মা বলে সম্মোধন করে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.