মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশের দুই সাধুকে কুপিয়ে খুন
নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রে কিডনি চোর সন্দেহে সাধুদের পিটিয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই নিন্দায় সরব হয় সমগ্র দেশ। সেই নির্মম ভিডিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বস্তরের মানুষ। মহারাষ্ট্রের পালঘরের পর এবার উত্তরপ্রদেশের বুলন্দশহরেও ঘটল নির্মম ঘটনা। ঘুমন্ত দুই সাধুকে নৃশংসভাবে কুপিয়ে খুন। পরে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত সাধুরা হলেন জগন দাস (৫৫) ও সেবা দাস (৩৫)। সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বুলন্দশহর জেলার অনুপশহর থানা এলাকার পাগোনা গ্রামের একটি শিব মন্দিরের ভিতরে সোমবার রাতে ঘুমিয়ে ছিলেন নিহত দুই সাধু।
সেই সময়ই আততায়ী মন্দিরের ভিতরে ঢুকে দুই সাধুকে কুপিয়ে খুন করে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরের গর্ভগৃহে দুই সাধুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি সাধুদের একটি চিন্তা চুরি করার পর সাধুদের সঙ্গে প্রবল বসা হয়। তারই প্রতিশোধ নিতে ধৃত ব্যক্তি সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে দুই সাধুকে নৃশংসভাবে খুন করে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। নিরীহ সাধুদের নির্মম ভাবে কুপিয়ে খুনের ঘটনায় একাকার ক্ষুব্ধ বাসিন্দারা দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে। প্রসঙ্গত গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরের জুনা আখড়ার দুই সাধু গাড়িতে করে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় এলাকার কয়েকজন নিরীহ সাধুদের গাড়ি আটকে দুই সাধু ও গাড়ির চালককে বেধড়ক মারধর করতে থাকে। কিডনি চোর সন্দেহে তাঁদের প্রবল গণপিটুনি চলে। পরে খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পরে তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর এলাকার বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর এবার উত্তরপ্রদেশেও ভাবে দুই সাধুকে কুপিয়ে খুনের মত মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে সমগ্র দেশে।
সেই সময়ই আততায়ী মন্দিরের ভিতরে ঢুকে দুই সাধুকে কুপিয়ে খুন করে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরের গর্ভগৃহে দুই সাধুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি সাধুদের একটি চিন্তা চুরি করার পর সাধুদের সঙ্গে প্রবল বসা হয়। তারই প্রতিশোধ নিতে ধৃত ব্যক্তি সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে দুই সাধুকে নৃশংসভাবে খুন করে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। নিরীহ সাধুদের নির্মম ভাবে কুপিয়ে খুনের ঘটনায় একাকার ক্ষুব্ধ বাসিন্দারা দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে। প্রসঙ্গত গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরের জুনা আখড়ার দুই সাধু গাড়িতে করে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় এলাকার কয়েকজন নিরীহ সাধুদের গাড়ি আটকে দুই সাধু ও গাড়ির চালককে বেধড়ক মারধর করতে থাকে। কিডনি চোর সন্দেহে তাঁদের প্রবল গণপিটুনি চলে। পরে খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পরে তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর এলাকার বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর এবার উত্তরপ্রদেশেও ভাবে দুই সাধুকে কুপিয়ে খুনের মত মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে সমগ্র দেশে।
Loading...
কোন মন্তব্য নেই