Header Ads

বাংলাদেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দিল ভারত সরকার!

নজরবন্দি ব্যুরো: কার্যত করোনা ভাইরাসে বিধ্বস্ত বাংলাদেশ। পরিসংখ্যানের দিকে তাকালে চক্ষু চড়কগাছ হওয়ার মত ব্যাপার। এখন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৫হাজার ৯১৩ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন। কিন্তু সংক্রমণের গড় দিচ্ছে ভয়াবহ ইঙ্গিত।হাসিনার দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে মাত্র ৫০ হাজার ৪০১ টি। আর এই টেস্টেই আক্রান্ত বেরিয়ে এসেছে ৫হাজার ৯১৩ জন। অর্থাৎ প্রতি ১০০টি টেস্ট পিছু আক্রান্তের সংখ্যা ৮ জনেরও বেশি।
এইরকম কঠিন পরিস্থিতিতে বাংলাদেশকে এক লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দিল ভারত সরকার। এর পাশাপাশি ৫০ হাজার সার্জিকাল গ্লাভসও ভারতের তরফে বাংলাদেশে পাঠান হয়েছে। বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার রিবা গঙ্গোপাধ্যায় দাস ভারতের হয়ে বাংলাদেশ সরকারের হাতে চিকিৎসার এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন।

এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশ সরকারের তরফে ভারতের সাহায্যের কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, "বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ভারতের প্রশংসা জানিয়েছেন। চিকিৎসার সরঞ্জামের জোগান দিয়ে যাচ্ছে ভারত। করোনা মোকাবিলায় বাংলাদেশকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করেছে ভারত সরকার।" 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.