Header Ads

করোনার জন্যে টাকা নেই; এদিকে রামদেব-মেহুল চেকসির ৭ হাজার কোটি ঋণ মাফ!

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে দেশের অর্থনীতি পরিস্থিতি খারাপ হয়ে পরেছে। তার মধ্যে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। দেশের ৫০ জন ঋণখেলাপিদের ঋণ মকুব করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই। প্রায় ৬৮ হাজার কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। যেই ৫০ জনের ঋণ মকুব করা হয়েছে তাঁদের মধ্যে এমন কয়েকজনের নাম আছে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির মামলা চলছে। জানা যাচ্ছে, RTI কর্মী সাকেত গোখলে একটি RTI ফাইল করেন। যার মাধ্যমে তিনি জানতে চেয়েছেন দেশের শীর্ষ তালিকায় থাকা ৫০ জন ঋণখেলাপির নাম এবং তাঁদের বর্তমান ঋণের পরিমাণ।
এই ফাইলের জবাবে আরবিআই থেকে জানানো হয়েছে, দেশের শীর্ষ তালিকায় থাকা ৫০ জন ঋণখেলাপির কাছে ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা পাওনা আছে ব্যাংকগুলির। কিন্তু তা মকুব করা হয়েছে। সেই তালিকার সর্ব প্রথম নাম মেহুল চোকসির নাম। এবার জেনে নেওয়া যাক কার কত টাকা মকুব হয়েছে- মেহুল চোকসি ( ৫ হাজার ৪৯২ কোটি টাকা ), REI Agro’র দুই ডিরেক্টর সঞ্জয় এবং সন্দীপ ঝুনঝুনওয়ালার মোট (৪ হাজার ৩১৪ কোটি টাকা ), অলংকার ব্যবসায়ী যতীন মেহেতা( ৪ হাজার ৭৬ কোটি টাকা ), বাবা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণর সংস্থা রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় (২ হাজার ২১২ কোটি টাকা ) মকুব করা হয়েছে। এই তথ্য জানার পর সাকেত গোখলে বলেন, এর আগে বাজেট পেশের সময়ে রাহুল গান্ধী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অর্থ প্রতিমন্ত্রী আনুরাগ ঠাকুরের কাছে এই বিষয়ে জানতে চাইলে তাঁরা অখন কিছু জানাতে চানই। পরবর্তি সময়ে আরবিআই-এর থেকে এই তথ্য সামনে আসে। এখন গোটা বিশ্ব করোনার কবলে। করোনার জন্য হারত বিশ্ব ব্যাঙ্ক থেকে যে টাকা ধার করেছে তার ৮ গুণ বেশি মকুব করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.