মাস্টার ব্লাস্টারের ৪৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন লতা,সৌরভ থেকে বিরাট, যুবিরা
নজরবন্দি ব্যুরোঃ ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের ৪৭ তম জন্মদিন । অবশ্য তিনি আগেই জানিয়েছিলেন করোনা ভাইরাসের কারণে এই বছরে তিনি নিজের জন্মদিন পালন করবেন না ।ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাদ নেই বলিউডের সেলিব্রিটিরাও । সব থেকে স্পেশ্যাল বিষয় এটাই তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি শিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরও ।মহারাজের কাছে তেন্ডুলকর হলেন প্রিয় 'ছোটবাবু'। ফলে এই মুহূর্তে আক্ষরিক অর্থেই ভারতীয় ক্রিকেটের বড়োবাবু তার প্রিয় ছোটোবাবুকে ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী একটি টুইট করে শচীনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "সচিন রমেশ তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সুস্থ ও সুখী জীবন কামনা করি"। অধিনায়ক বিরাট কোহলি টুইটে লিখেছেন, 'শুভ জন্মদিন, আজ এমন একজনের জন্মদিন যার ক্রিকেটের প্রতি প্যাশন এবং ভালোবাসা তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। সুন্দর একটা বছরের জন্য শুভেচ্ছা রইল।' এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং থেকে শুরু করে বীরেন্দ্র শেহবাগ, মহম্মদ কাইফ সকলেই এই দিন শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। সকলেই শচীনকে শুভেচ্ছা জানিয়ে তাঁর আগামী দিনগুলো সুন্দরভাবে কাটানোর জন্য প্রার্থনা করেছেন।

No comments