Header Ads

বেসরকারি স্কুলের এখন ফি বৃদ্ধি চলবে না: শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: ফের এক বার ফি বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলগুলিকে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, এ ব্যাপারে সরকারের মনোভাব যথেষ্ট কঠোর। স্কুলগুলি যেন সরকারের নিয়ম মেনে চলে এবং অভিভাবকদের বাড়তি চাপ না তৈরি করে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী তাঁর ফেসবুক পেজ–এ বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে বলেন,
"‌বেসরকারি স্কুলগুলিকে দ্বিতীয়বার জানানো হল যে, তারা এই মুহূর্তে ফি বৃদ্ধি করতে পারবে না। স্কুলের বেতন বাবদ টাকা না দিলে অনলাইন ক্লাসে যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্তও সঠিক নয়। সবাইকে সুযোগ দিতে হবে। এ ব্যাপারে সরকারের মনোভাব যথেষ্ট কঠোর। আশাকরি স্কুলগুলি সরকারের এই মনোভাব অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অভিভাবকদের ওপর মানসিক চাপ তৈরি করা থেকে বিরত থাকবে।"

প্রসঙ্গত,  গত ৮ এপ্রিল পরিস্থিতি বিবেচনা করে বেসরকারি স্কুলগুলিতে ফি বৃদ্ধি না করার আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন যাঁরা এই মুহূর্তে ফি দিতে পারছেন না, স্কুল যেন তাঁদের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে।
পরে এই মর্মে স্কুল শিক্ষা সচিব মণীশ জৈনও একটি নির্দেশিকা জারি করেন। তার পরেও শহর ও শহরতলির একাধিক স্কুল ফি বাড়িয়েছে বলে অভিযোগ। অনেক স্কুল তিন মাসের বর্ধিত বেতন–‌সহ বাসভাড়াও নিয়েছে বলে অভিযোগ। কোথাও আবার ফি জমা না দেওয়া পর্যন্ত পড়ুয়াটিকে অনলাইন ক্লাস করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে দপ্তরে অভিযোগও জমা পড়েছে। ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী দুদিন আগেই তাঁর বিধানসভা এলাকায় জীবাণুনাশক সুড়ঙ্গের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি নির্দেশ অমান্য করে ফি বাড়ালে স্কুলগুলির এনওসি বাতিল করা হবে বলে জানান।

বুধবার ফের দপ্তরের পক্ষ থেকে বেসরকারি স্কুলগুলির অধ্যক্ষদের উদ্দেশে কড়া চিঠি দেওয়া হয়। প্রয়োজনে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সেই চিঠিতে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.