মা তনুজা কে মিস করছেন কাজল, কী হল অভিনেত্রীর?
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। হুহু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ে চলেছে করোনায় মৃত সংখ্যাও।লকডাউনের কারণে সাধারণ মানুষ থেকে তারকা সবাই প্রায় ঘরবন্দি।
অন্যান্য সেলেবদের মত কাজল ও তার দুই সন্তান ও তাঁর স্বামী নিয়ে ঘরবন্দি।করোনার সংক্রমণ বিশ্বে বাড়তে থাকার সাথে সাথেই সিঙ্গাপুর থেকে মেয়ে নাইশাকে নিয়ে আসেন তার বাবা মা অজয়-অজয়।সিঙ্গাপুর থেকে মেয়ে নাইসা কে মুম্বাইয়ের বাড়িতে এনেই দেবগণ পরিবার ঘরবন্দি।কোয়ারেন্টাইনের ৪৫ দিনের মাথায় এবার অবশেষে কাজল তার মা অভিনেত্রী তনুজাকে 'মিস' করতে শুরু করেছেন।মায়ের সাথে নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে এমই জানান কাজল। এবার তিনি মা চোখে হারাচ্ছেন অভিনেত্রী।

No comments