Header Ads

৫৭ জন করোনা পজিটিভের মৃত্যু রাজ্যে; সরাসরি ১৮! ঘোষণা স্বাস্থ্য দফতরের! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস।রাজ্যেও আক্রান্ত বাড়ছে হুহু করে।  কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জন।
যে ১০৩ জন করোনা মুক্ত হয়েছেন তাঁদের অন্য কোন রোগ ছিলনা তো? #Editorial
অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে বেশিরভাগই হাওড়ার বাসিন্দা।
এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৫,  সুস্থ হয়েছেন ১০৩ জন। আজ পর্যন্ত মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৮ হাজার ৯৩৩ট। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯৪৩টি।
পাশাপাশি মুখ্যসচিব জানিয়েছেন এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে ২৬ হাজার ৭১৬ জন এখনও রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের মোট সাড়ে চার লক্ষ পিপিই কিট দেওয়া হয়েছে।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজ্য যেটি প্রকাশ করেছে সেটি হল করোনায় এখন পর্যন্ত রাজ্যে মৃত ৫৭ জন! যার মধ্যে শুধুমাত্র করোনার কারনেই মারা গিয়েছেন ১৮ জন। বাকি ৩৯ জনের ক্ষেত্রে করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল।


 অন্যদিকে রাজ্যের জেলাগুলির মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত হাওড়া। টাইমস গ্রুপের এই সময় সংবাদ পত্র কে দেওয়া এক সাক্ষাতকারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত ৮০০-র বেশি পরীক্ষা হয়েছে হাওড়ায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মারা গিয়েছেন আটজন। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল হাওড়ায় এসেছে। কী ভাবে এগোতে হবে, সে ব্যাপারে তাঁদের উপদেশ মতোই কাজ হচ্ছে।’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.