Header Ads

রোগী ফেরাতে পারবে না রাজ্যের কোন হাসপাতাল; কড়া নির্দেশ সরকারের।#BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে অস্থির রাজ্য; লাফদিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু অন্যান্য রোগীদের খবর কি? করোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়ার আগে রাজ্যের সরকারি হাসপাতাল গুলিতে যে শত শত মানুষ রাত ভোর থেকে সরকারি হাসপাতালের আউট ডোরে লকাইন দিয়ে দাঁড়াতেন তাঁদের কি হল? সব খবরই কার্যত করোনার দাপটে চাপা পড়ে গিয়েছে।
প্রশ্ন উঠছিল লকডাউনে দূর্ঘটনার কেস প্রায় শূন্য তে নেমে এলেও বাকিদের চিকিৎসা হচ্ছে তো? মাঝেমধ্যেই রোগী ভর্তি নিচ্ছেনা হাসপাতাল এমন খবর সামনে আসছিল। কিছুদিন আগেই নজরবন্দি লাইভ এবং পোর্টালের প্রতিবেদনে  সেই খবর প্রকাশ করা হয়। এদিন বিষয়টিতে দৃষ্টিপাত করল প্রশাসন। রোগী ফেরানোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিল রাজ্য সরকার। রাজ্যের পক্ষে মুখ্যসচিব রাজীব সিনহা ঘোষণা করেছেন, যে রোগের রোগীই হোক না কেন কাউকেই ফেরাতে পারবে না সরকারি বা বেসরকারি হাসপাতাল।
এখন অপেক্ষা আমদের তোলা ওষুধের হোম ডেলিভারি সংক্রান্ত বিষয়ে কবে উদ্যোগ নেয় প্রশাসন।
অন্যদিকে এদিন রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে বেশিরভাগই হাওড়ার বাসিন্দা।
এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৫,  সুস্থ হয়েছেন ১০৩ জন। আজ পর্যন্ত মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৮ হাজার ৯৩৩ট। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯৪৩টি।
পাশাপাশি মুখ্যসচিব জানিয়েছেন এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে ২৬ হাজার ৭১৬ জন এখনও রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের মোট সাড়ে চার লক্ষ পিপিই কিট দেওয়া হয়েছে।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজ্য যেটি প্রকাশ করেছে সেটি হল করোনায় এখন পর্যন্ত রাজ্যে মৃত ৫৭ জন! যার মধ্যে শুধুমাত্র করোনার কারনেই মারা গিয়েছেন ১৮ জন। বাকিদের ক্ষেত্রে করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.