Header Ads

এবার করোনার নতুন উপসর্গ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা! কি সেই উপসর্গ? জানুন

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম নোভেল করোনা ভাইরাস। একেবারে নতুন এই ভাইরাস সংক্রমণের উপসর্গ হিসাবে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টকেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এবার এক নতুন উপসর্গের কথা বলছেন বিশেষজ্ঞরা। পায়ের পাতা, পায়ের তলা এবং আঙুলেও অনেক সময় দেখা দিচ্ছে করোনা উপসর্গ। সেতা কেমন? ইউরোপ এবং আমেরিকার একদল বিশেষজ্ঞদের দাবি, গত মার্চে তাঁদের কাছে বেশ কয়েকজন শিশুকে নিয়ে আসেন বাবা-মায়েরা।

 তাদের প্রত্যেকেরই পায়ের পাতায়, তলায় এবং আঙুলে ব্যথা শুরু হয়। সঙ্গে জ্বালা ভাব। ঠিক যেন ঠান্ডায় ফেটে যাওয়ার মতো লাল হয়ে যাচ্ছে সেই সব অংশের ত্বক। কারও আবার তৈরি হচ্ছে গভীর ক্ষত। ক্ষত সারলেই শুরু হচ্ছে শ্বাসকষ্ট। নতুন ধরনের এই শারীরিক সমস্যাকে করোনার উপসর্গ হিসাবেই দেখছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.