Header Ads

যে ১০৩ জন করোনা মুক্ত হয়েছেন তাঁদের অন্য কোন রোগ ছিলনা তো? #Editorial

অর্ক সানা, সম্পাদক(নজরবন্দি): শুরুতেই বলি তথ্য আজও মেলেনি স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জন।
অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে বেশিরভাগই হাওড়ার বাসিন্দা। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৫,  সুস্থ হয়েছেন ১০৩ জন। আজ পর্যন্ত মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৮ হাজার ৯৩৩। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯৪৩টি।
পাশাপাশি মুখ্যসচিব জানিয়েছেন এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে ২৬ হাজার ৭১৬ জন এখনও রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের মোট সাড়ে চার লক্ষ পিপিই কিট দেওয়া হয়েছে।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজ্য যেটি প্রকাশ করেছে সেটি হল করোনায় এখন পর্যন্ত রাজ্যে মৃত ৫৭ জন! যার মধ্যে শুধুমাত্র করোনার কারনেই মারা গিয়েছেন ১৮ জন। বাকিদের ক্ষেত্রে করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল।
রাজ্য যে কারনেই হোক এই তথ্য সামনে এনেছে তাঁর জন্যে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কিন্তু প্রশ্ন হল এতদিন পরে কেন? রাজ্যের সব বিরোধী দল উঠে পড়ে লাগল, রাজ্যপালের সাথে যুদ্ধ হল, কেন্দ্রীয় প্রতিনিধিদলের সাথে ঠান্ডা লড়াই এতকিছু হয়ে যাওয়ার পর তথ্য প্রকাশ্যে আনতে হল! যদিও তথ্য প্রকাশিত হল সেখানেও প্রশ্ন তোলার জায়গা রয়েছে। যারা পড়ছেন তাঁরা ভাবছেন হয়ত রাজ্য সরকারের সমালোচনা করছি; না ভুল করছেন আমি সমালোচনা করছি না। সঙ্গত কারনে কয়েকটা প্রশ্ন করছি। কারন ক্ষমতা কে প্রশ্ন করতেই হয় আর সাংবাদিকতার ধর্ম সত্য প্রকাশ্যে আনার চেষ্টা করা এবং সাধারণ মানুষের কণ্ঠ সরকার পর্যন্ত পৌঁছে দেওয়া।
এবার প্রশ্নে আসা যাক। ধরে নিলাম রাজ্যে ১৮ জন যারা মারা গিয়েছেন তাঁরা শুধুমাত্র করোনা ভাইরাসের কারনেই মারা গিয়েছেন।বাকিদের অন্য অসুখ ছিল।
 এবার, রাজ্যের ঘোষনা অনুযায়ী যেমন ১৮ জন করোনা ভাইরাসের কারনে মারা গেছেন তেমনই করোনা পজিটিভ ছিল অথচ অন্য কারনে মারা গিয়েছেন ৩৯ জন যাদের করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল। এবার প্রশ্ন হল যে ১০৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরেছেন। রাজ্য সরকার কি নিশ্চিত এই সুস্থ হওয়া ১০৩ জনের কারও উল্লিখিত কোন রোগ ছিলনা! এরা শুধুমাত্র করোনা ভাইরাসেই অসুস্থ হয়েছিল?
সমালোচনা নয়, জানার ইচ্ছা।





No comments

Theme images by lishenjun. Powered by Blogger.