Header Ads

দিল্লির চিড়িয়াখানায় মৃত্যু বাঘিনীর, করোনা আক্রান্ত কিনা জানতে নমুনা পাঠানো হল ল্যাবে

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই মার্কিন মুলুকে এক বাঘিনীর করোনার সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রেও কল্পনা করোনা আক্রান্ত হয়েছিল কিনা তা জানতে ইতিমধ্যেই তার নমুনা বরেলির ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এবার একই ঘটনা ঘটলো ভারতে। কিডনি বিকল হয়ে দিল্লির চিড়িয়াখানায় মৃত ১৪ বছর বয়সের একটি বাঘিনী নাম কল্পনা। বৃহস্পতিবার তার সত্কা রের কাজ সম্পন্ন হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্যই করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।
পাঠানো হয়েছে নমুনা। মানুষের সঙ্গে ওই বাঘিনীর যাতে বেশি সংস্পর্শ না হয় সেজন্য কল্পনার সত্কাারের কাজে বনদফতরের হাতেগোনা কয়েকজন মাত্র আধিকারিক হাজির ছিলেন। এসেছিলেন চিড়িয়াখানার অল্প কয়েকজন। তবে যারা সেদিন উপস্থিত ছিলেন তাঁদের সকলকেই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ময়নাতদন্তও হয়েছে ওই বাঘিনীর। রিপোর্টে জানা গিয়েছে, মৃত্যুর আগে ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়েছিল বাঘিনী কল্পনা। তার শরীরে উচ্চ মাত্রায় ক্রিয়েটিনিন পাওয়া গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.