Header Ads

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগত

নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালটি সত্যি অভিশপ্ত পরপর দুটি নক্ষত্র কে হারাল বলিউড।মাত্র ৬৭ বছর বয়সে তিনি চলে গেলেন ঋষি কাপুর। চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।বুধবার রাতে ও শ্বাসকষ্টের জন্য মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার সাথে হাসপাতালে ছিলেন তার স্ত্রী নিতু সিং এবং দাদা রণধীর কাপুর।
আজ সকাল ৯টা নাগাত তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে যেমন
বলিউডে শোকের ছায়া তেমনি ক্রীড়া জগতের মানুষজনও ব্যথিত এই মহান অভিনেতার মৃত্যুতে। ঋষির মৃত্যুতে শোক প্রকাশ করে বিরেন্দ্র সেহেবাগ বলেন 'ঋষি কাপুরজির মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত। ওনার পরিবারকে সমবেদনা জানাই। ওম শান্তি।' ভি ভি এস বলেন 'ঋষি কাপুরজির মৃত্যুর খবর প্রচণ্ড বেদনাদায়ক। ওনার পরিবার ও প্রিয়জনদের সমবেদনা জানাই।' হরভজন টুইট করে লেখেন 'ঘুম থেকে উঠেই ঋষি কাপুরের মৃত্যুসংবাদ শুনলাম। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারকে সমবেদনা জানাই'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.