বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে স্তম্ভিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালটি সত্যি অভিশপ্ত পরপর দুটি নক্ষত্র কে হারাল বলিউড।মাত্র ৬৭ বছর বয়সে তিনি চলে গেলেন। চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন শোক বার্তা দিয়েছেন। বলিউড তারকাদের মুখে একটাই কথা লকডাউন এর জন্য শেষকৃত্যতে কেউ উপস্থিত থাকতে পারবে না।বুধবার রাতে ও শ্বাসকষ্টের জন্য মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার সাথে হাসপাতালে ছিলেন তার স্ত্রী নিতু সিং এবং দাদা রণধীর কাপুর।তার দাদা রণধীর জানান, এ কথা সত্যি ঋষি হাসপাতালে ভর্তি হয়েছে।
ও ভালো নেই। কিন্তু সুস্থ হয়ে যাবে।তা আর হল না আর বাড়ি ফিরলেন না তিনি।বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে নিউ ইয়র্কে তার ক্যান্সারের চিকিৎসা চলছিল।২০১৯ সালে সুস্থ হয়ে আবার দেশে ফেরেন।গত ফেব্রুয়ারি মাসে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। অবশ্য তারপ্র তিনি সুস্থ হয়ে যান।তাঁর মৃত্যু ঘিরে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে পড়েছে।কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন,আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি মর্মাহত ঋষি কাপুরের মৃত্যুসংবাদ শুনে।একজন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা তিনি।১৫০ টির ও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।বহুদিন ধরে একটি কঠিন রোগে ভুগছিলেন তিনি। বহু দিন ধরে লড়ছিলেন তিনি।তার গোটা পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Loading...
কোন মন্তব্য নেই