Header Ads

লকডাউন উঠছে; তবে থাকবে বেশ কিছু শর্ত

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পরছে গোটা দেশে। লকডাউনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে চিন্তা বেড়েছে স্বাস্থ্য দফতরের।
এইরকম কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা জারি করেছে বলে জানা গিয়েছে। ওই নির্দেশিকাতে বলা হয়েছে আগামী ৪ মে দেশের বহু জেলায় লকডাউন উঠতে চলেছে। বুধবার রাতে টুইট করে দফতরের মুখপাত্র জানিয়েছেন আগামী ৩ মে পর্যন্ত দেশের সর্বত্র লকডাইন বিধি বহাল থাকবে। এরপর নতুন করে গাইডলাইন তৈরি হবে অঞ্চলভিত্তিক পরিস্থিতি বিচার করে।


এদিন স্বরাষ্ট্রমন্ত্রক গোটা দেশের লকডাউন পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেছে। লকডাউনের ফলে বহু অঞ্চলের পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি কেন্দ্রের। কিন্তু এই সাফল্য আরও সুনিশ্চিত করতে ৩ তারিখ পর্যন্ত আমাদের লকডাউনের পুরনো গাইডলাইন মেনে চলতে হবে এমনটাই লেখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের ওই টুইটে।
এর সঙ্গে রাজ্যগুলির মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সোমবারের বৈঠকেও স্থির হয় শুধু রেড  জোনের জেলাগুলিতে ৩ তারিখের পর লকডাউন চালিয়ে নিয়ে যাওয়া উচিত। অন্য জেলাগুলিতে শর্তসাপেক্ষ ভাবে লকডাউন তুলে নিলে বিপুল আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.